Wellcome to National Portal

নজরপুর ইউনিয়ন পরিষদ ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিনা ফি’তে জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করুন। বসত বাড়ির উপর ধার্যকৃত কর পরিশোধ করুন, ইউনিয়ন এর উন্নয়নে সহযোগিতা করুন। বাল্য বিবাহ রোধ করুন। আঠারো এর আগে বিয়ে নয়, বিশ এর আগে সন্তান নয়। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। গাছ লাগান পরিবেশ বাঁচান।


মানচিত্রে ইউনিয়ণ

১। নজরপুর ইউনিয়নের মানুষের ভাষা হলো বাংলা ভাষা। তবে অনেকে তাদের আঞ্চলিক ভাষা ব্যবহার করে। সাধারণত আমাদের গ্রামের লোক অনেকেই প্রবাসে থাকে। প্রায় প্রতি ঘরে ঘরে একজন করে বিদেশে চাকরি করে। তবে এখানকার লোকজন বেশি নির্ভরশীল কৃষি কাজে ও ব্যবসায়। খুবই কম লোক চাকরিজিবী।

২। আমাদের ইউনিয়নে সব ধরনের খেলাই বিদ্যমান, কিন্তু বেশিল ভাগ লোকই ফুটবল, ক্রিকেট, ব্যাটমিন্টন ও হাডু ডু খেলাকে বেশি পছন্দ করে।

৩। আমাদের ইউনিয়নে বেশির ভাগ লোকই খোলা পায়খানা ব্যবহার করে। কিন্তু এখন অনেক লোকই সচেতন হয়েছে। তাই আর খোলা পায়খান নেই বললে ই চলে। তবে আমাদের ইউনিয়নে দুটি গ্রাম রয়েছে যেখানে তারা এখনো খুলা পায়খান ব্যবহার করে।

৪। আমাদের ইউনিয়নে বেশির ভাগ টিনে ঘর-বাড়ি বিদ্যমান। কিন্তু এখন অনেক বাড়িতে ই আধা পাকা দালান রয়েছে।